শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা 

কিশোরগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ এডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কালাম আজাদ।

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মুহাম্মদ নাজমুল আনোয়ার অপুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. হোসনা বেগম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবায়ের হোসেন সাকি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার আগের তুলনায় অনেক কমেছে। এ বিষয়ে বর্তমান সরকার কাজ করছে। জনগণকে সচেতন করে মাতৃ ও শিশু মৃত্যুর হার আরো কমিয়ে আনতে হবে। সন্তানদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন সরকার। 

প্রতিটি মাকে সঠিক স্বাস্থ্যসেবা দেয়া সম্ভব হবে যদি প্রত্যেকে সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করে। আগামী ২৫ থেকে ৩০ নভেম্বর সপ্তাহব্যাপী পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ যথাযথভাবে উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসি সভায় বক্তারা জানান। এছাড়াও সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারীরা উপস্থিত ছিলেন।

টিএইচ